Wednesday, October 9

আ.লীগের আমলে কোন প্রহসনের নির্বাচন হবে না : যোগাযোগমন্ত্রী

টাঙ্গাইল: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের আমলে প্রহসনমূলক কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এ ধরণের কোন নির্বাচন হওয়ার সম্ভাবনাও নেই। আমরা রাজনৈতিক দল কাজেই অন্য দলগুলোকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। আর যদি তারা রাজনীতির বাইরে অন্য কোন উপাদানের সাথে যুক্ত হয়, সেটার জন্য প্রশাসন আছে। সময় বুঝে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য যেভাবে মোকাবেলা করা প্রয়োজন সেভাইে করা হবে। 
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনেও কোন প্রহসনমূলক পরিস্থিতির উদ্ভব হবে না। বিরোধীদল প্রথমে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়নি। পরবর্তীতে তারা আবার নির্বাচনে অংশ নিয়েছে। আমি বিশ্বাস করি শেষ মুহূর্তে তারা নির্বাচনে অংশ নিবে। তারা কেন্দ্র কমিটি বা সংগ্রাম কমিটি করেছে সেটা মূলতই কেন্দ্র কমিটি। তারা নির্বাচনকে বেগুবান করতে কেন্দ্র কমিটি করে জোরদার করছে। 
তিনি বুধবার দুপুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তিসহ দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮২ কোটি টাকা ব্যয়ে ধলেশ্বরী নদীর উপর নির্মিত  এ সেতুর উদ্বোধন করবেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়