ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসক ছাড়পত্র না দেয়ায় তাকে আরো সাতদিন লন্ডনে অবস্থান করতে হবে। সোমবার দুপুরে মওদুদের এপিএস মমিনুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুজন বলেন, ‘গত রোববার মওদুদ আহমদের দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করার কথা ছিল। আজ তিনি দেশে পৌঁছাতেন কিন্তু চিকিৎসক ছাড়পত্র দেয়নি। এজন্য তাকে আরো সাতদিন লন্ডনে থাকতে হবে।’ উল্লেখ্য, মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গত ১২ অক্টোবর লন্ডনে নেয়া হয়।
ওইদিন সকাল ১০টায় লন্ডনের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। ইউনাইটেড হাসপাতালের ৪১৭ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন মওদুদ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়