রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল ২৩ অক্টোবর বুধবার রূপগঞ্জ থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা হয়ে মুড়াপাড়া সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা আলমগীর হোসেন টিটু। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, রুহুল আমিন, ইয়ানুছ, মামুন, আলতাফ, আব্দুল হালিম, কামাল, জাহিদ, জামাল, রুবেল প্রমুখ। সভায় বক্তারা গ্রেফতারকৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি জানান। খালেদা জিয়ার গাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা। আনোয়ার সাদাত সায়েম বলেন, পুলিশ দিয়ে হামলা, মামলা, গ্রেফতার করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।
এদিকে যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিপুর সন্ধান দিতে পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়