Saturday, October 5

ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর জেনারেল গিয়াপ আর নেই

ঢাকা : কমিউনিস্ট ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর যোদ্ধা কিংবদন্তী জেনারেল ভো নগুয়েন গিয়াপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ১০২ বছর। ১৯৫৪ সালে দিয়েন বিয়েন ফুতে তার নেতৃত্বাধীন বাহিনীর কাছে ফরাসি বাহিনীর পরাজয় ভিয়েতনামে ঔপনিবেশিক শাসনের চির অবসান ঘটিয়েছিল।

পরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা দীর্ঘ লড়াইয়ের সময় তিনি ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মার্কিনবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেন। এ যুদ্ধে ভিয়েতনাম বাহিনীর মোড় ঘুড়িয়ে দেয়া অভিযান 'টেট আক্রমণ' তার পরিকল্পনার ফসল। মার্কিন বাহিনীর পরাজয়ের পথে ভিয়েতনাম বাহিনীর এ আক্রমণকেই মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।

১৯১২ সালে ঔপনিবেশিক ভিয়েতনামের (ফরাসি ইন্দোচীন) মধ্যাঞ্চলীয় কুয়াঙবিন প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি উপনিবেশবিরোধী গোপন প্রতিরোধ আন্দোলনে যোগ দেন।

১৯৩৮ সালে তিনি হো চি মিনের নেতৃত্বাধীন ইন্দোচীন কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে জাপানি আগ্রাসনের মুখে নেতা হো চি মিনের সঙ্গে তিনি প্রতিবেশী রাষ্ট্র চীনে চলে যান। এখানে থাকাকালে গিয়াপ শরণার্থী ভিয়েতনামীদের নিয়ে ভিয়েত মিন নামে একটি সেনাদল গঠন করেন। নবগঠিত ভিয়েত মিন সেনাদের নিয়ে তিনি দেশে ফিরে এসে দখলদার জাপানিদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন। তিনি চীনে থাকার সময় ফরাসি ঔপনিবেশিক কর্তৃপক্ষ তার স্ত্রীকে গ্রেফতারের পর কারাগারেই তিনি মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা পরাজিত হওয়ার পর ফরাসি ঔপনিবেশিক শক্তির সঙ্গে ভিয়েতনামীদের লড়াই শুরু হয়। যার চূড়ান্ত নিষ্পত্তি হয় দিয়েন বিয়েন ফুতে।

ভিয়েতনাম স্বাধীন হয় দুই ভাগে বিভক্ত হয়ে। কমিউনিস্ট শাসিত উত্তর ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্র পন্থী দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনামে কমিউনিস্ট বিদ্রোহ দেখা দিলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে। যার ফলে শুরু হয় ইতিহাসখ্যাত ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধেও সামনে থেকে নেতৃত্ব দেন জেনারেল গিয়াপ। ১৯৬৮ সালে তার পরিকল্পনায় পরিচালিত হয় টেট আক্রমণ। এই পরিকল্পনা অনুযায়ী কমিউনিস্ট বাহিনী মার্কিন অধিকৃত দক্ষিণ ভিয়েতনামের ৪০টি প্রাদেশিক রাজধানী আক্রমণ করে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়াগনে প্রবেশ করে। সায়াগনে প্রবেশ করে কমিউনিস্ট বাহিনী অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস দখল করে রাখে। এই বিপর্যয়ের পর ভিয়েতনামে মার্কিন বাহিনীর পরাজয় আসন্ন হয়ে ওঠে। পরবর্তীতে ১৯৭৩ সালে মার্কিন বাহিনী দক্ষিণ ভিয়েতনাম ছেড়ে যায়। এর দুই বছরের মধ্যেই দক্ষিণ ভিয়েতনাম কমিউনিস্টদের অধিকারে চলে যায়। দুই ভিয়েতনাম এক ভিয়েতনামে পরিণত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়