আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় বিহার প্রদেশে কয়েক দফা বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছে।
রোববার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজধানী পাটনায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সমাবেশের আগে এই বোমা হামলা হয়। প্রথম হামলা নগরের রেলওয়ে স্টেশনে ও পরে শহরের অন্যান্য স্থানে কয়েকদফা বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। হামলায় কমপক্ষে ৮টি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।
হামলায় হতাহতের বেশীরভাগই সাধারণ নাগরিক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে কমপক্ষে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিজেপির সমাবেশস্থল গান্ধী ময়দানে কোন বোমা হামলা হয়নি বলে খবর পাওয়া গেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়