Wednesday, October 2

৩৭ দিন পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু


দিনাজপুর:  টানা ৩৭ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে। মঙ্গলবার মধ্য রাত থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। বড়পুকুরিয়া কয়লাখনির জেনারেল ম্যানেজার (মাইনিং) হাবিব উদ্দিন আহমেদ জানান, খনির ১২১০ নম্বর কোল ফেজের  কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় ও কয়লা উৎপাদন যন্ত্রপাতির ত্রুটি ধরা পড়ার কারণে গত ২৪ আগস্ট সন্ধ্যা থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল।
পরে উৎপাদন যন্ত্রপাতিগুলো ভূ-পৃষ্ঠের ওপরে এনে মেরামত শেষে সেগুলো নতুন ১২০৬ নম্বর ফেজে স্থাপন করা হয়। পরে পরীক্ষা শেষে গত মঙ্গলবার মধ্য রাত থেকে  পুনরায় কয়লা উৎপাদন শুরু করা হয়।
২০০৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে লং ওয়াল মাল্টি স্লাইস পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু হয়। লং ওয়াল মাল্টি স্লাাইস পদ্ধতিতে কোল ফেজের একদিক থেকে ৩ মিটার পুরু কয়লার স্তর কেটে কয়লা উত্তোলন করা হত।
চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন টপ কোল কেভিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে কোল ফেজের উপর-নীচ উভয় দিক থেকে একই সঙ্গে (৩+৩)৬ মিটার পুরু কয়লার স্তর কাটা  হচ্ছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়