ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।সরকার ইচ্ছে করে সমাঝোতার সব পথ রুদ্ধ করছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত নির্বাচন পদ্ধতি : সরকার ও বিরোধীদলের মধ্যে সমাঝোতা না সংঘাত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সংকট নিরসনের জন্য সমাঝোতা নয়, সংঘাত অনির্বায হয়ে পড়েছে। তাই সরকারের সাথে মিষ্টি কথায় কাজ হবে না।’
২৪ অক্টোবরের পর খালেদা জিয়ার ডাকে দেশের জনগণ আন্দোলনে অংশগ্রহণ করবে বলেও আশা করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার অধীনে যদি সচিবরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তবে তাদের আটকানোর জন্য শেখ হাসিনা বা স্বারাষ্ট্রমন্ত্রী কারো কোন অধিকার নেই।
সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কবীর মুরাদ, সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. মো: এমতাজ হোসেন প্রমুখ।---ডিনিউজ
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত নির্বাচন পদ্ধতি : সরকার ও বিরোধীদলের মধ্যে সমাঝোতা না সংঘাত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সংকট নিরসনের জন্য সমাঝোতা নয়, সংঘাত অনির্বায হয়ে পড়েছে। তাই সরকারের সাথে মিষ্টি কথায় কাজ হবে না।’
২৪ অক্টোবরের পর খালেদা জিয়ার ডাকে দেশের জনগণ আন্দোলনে অংশগ্রহণ করবে বলেও আশা করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার অধীনে যদি সচিবরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, তবে তাদের আটকানোর জন্য শেখ হাসিনা বা স্বারাষ্ট্রমন্ত্রী কারো কোন অধিকার নেই।
সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কবীর মুরাদ, সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. মো: এমতাজ হোসেন প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়