মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং ও গজারিয়ায় পৃথক অভিযানে জামায়াত ও বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হচ্ছেন-সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা মনির হোসেন ও জামায়াত নেতা নিয়াজ উদ্দিন শেখ এবং গজারিয়া উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, গজারিয়া মৎস্য দলের নেতা আতাউর রহমান, মো. মাসুম, মানিক ও রবিউল।
পুলিশ জানায়, লৌহজংয়ের নওপাড়া বাজারস্থ নিজ দোকান থেকে ও ধারারহাট গ্রাম থেকে পৃথক ভাবে দুই জামায়াত নেতা এবং গজারিয়া উপজেলার ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। নাশকতা মূলক কর্মকান্ড চালানোর চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান গজারিয়া ও লৌহজং পুলিশ।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়