Friday, October 4

উড়ে এসে জুড়ে বসা শেখ হাসিনার মুখে শোভা পায় না : এম কে আনোয়ার

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে বহু দলীয় রাজনীতির ধারা সৃষ্টি হয়েছে যার সুফল ভোগ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই। তাই তার মুখে শোভা পায় না উড়ে এসে জুড়ে বসেছে বলে প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বরং রাজনৈতিক সিষ্টাচারের অংশ হিসেবে প্রতিপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত শেখ হাসিনার।
শুক্রবার তিতাস উপজেলার (উঃ) বলরামপুর মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। এম কে আনোয়ার আরো বলেন, প্রধানমন্ত্রীর ভেবে দেখা উচিত তার বাবার আদর্শে বাকশালে ফিরে যাবেন না জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় রাজনীতির অংশ হিসেবে আওয়ামী লীগই করবেন। ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম স্বর্নকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে কেন আপনারা ভয় পাচ্ছেন তাহলে কি আপনাদের ভোট ডাকাতির উদ্দেশ্য রয়েছে এসব চিন্তা ভাবনা করে সময় ক্ষেপণ করবেন না, দেশকে সংঘাতের দিকে নিয়ে যাবেন না।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার, উপজেলা সভাপতি মনিরুল হক তপন ভূইয়া, যুগ্ন সম্পাদক চেয়ারম্যান কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি ভূইয়া, সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, বলরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, সাধারন সম্পাদক নেজামুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, বিএনপি নেতা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়