Friday, October 25

\'মনমোহনের মোবাইল ফোন ও ইমেইল নেই, উদ্বেগও নেই’

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কোনো মোবাইল ফোন নেই। তিনি ব্যক্তিগত ইমেইলও ব্যবহার করেন না।

বিশ্বের ৩৫ নেতার বিরুদ্ধে আমেরিকার গোয়েন্দারা আড়ি পেতেছে বলে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে এ তথ্য দেয়া হয়। এতে বলা হয়, আড়িপাতা সংক্রান্ত খবরে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে বিশ্ব নেতাদের বিরুদ্ধে আড়িপাতা সংক্রান্ত খবরের প্রধানমন্ত্রী মনমোহন সিং উদ্বিগ্ন কিনা জানতে চাওয়া হলে তার মুখপাত্র বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মোবাইল ফোন ব্যবহার করেন না এবং তার ইমেইল একাউন্টও নেই। প্রধানমন্ত্রীর দফতর থেকে ইমেইল ব্যবহার করা হলেও মনমোহন সিংয়ের ব্যক্তিগত ইমেইল একাউন্ট নেই। 

ই-মেইলে আড়িপাতা সংক্রান্ত কোনো তথ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে উদ্বেগের কোন কারণও নেই।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বৃহস্পতিবারের খবর দিয়েছে যে, বিশ্বের ৩৫টি দেশের নেতাদের ফোনে আড়ি পেতেছে আমেরিকা।

২০০৬ সালের একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানায়, বিশ্বের ৩৫টি দেশের রাজনীতিবিদের প্রায় দুইশ' ফোন নম্বর মার্কিন কর্মকর্তারা এএসএকে সরবরাহ করেছে। অবশ্য গার্ডিয়ান আলোচিত ৩৫ বিশ্বনেতার নাম প্রকাশ করেনি। 

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে ওয়াশিংটন আড়ি পেতেছে বলে খবর প্রকাশিত হওয়ার মাত্র একদিন পরই নতুন এই আড়িপাতার তথ্য ফাঁস হলো। ফলে ধারণা করা হচ্ছে, ওই ৩৫ বিশ্বনেতার একজন হলেন মার্কেল। আড়িপাতার ঘটনায় ক্ষুব্ধ জার্মান চ্যান্সেলর বলেছেন, আমেরিকার পক্ষ থেকে মিত্রদের ওপর গোয়েন্দা ততপরতা কখনোই মেনে নেয়া যায় না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়