Tuesday, October 1

পুরুষ সেজে ৫২ বছর!


ঢাকা: ৫২ বছর ধরে পুরুষ সেজে ছিলেন আয়ারল্যান্ডের ডা. জেমস ব্যারি নামে এক ব্যক্তি। যেখানে সেখানে নয় খোদ সেনাবাহিনীতে পুরুষবেশে এ দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি।

ব্যারির জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ১৭৮৯ সালে আয়ারল্যান্ডে জন্ম গ্রহণ করেন। শৈশবে তার নাম ছিল মার্গারেট এন বুলকেলি। তার আরও একটি পরিচয় আছে। সেটি হচ্ছে তিনি ছিলেন স্কটল্যান্ডের তৎকালীন লর্ডের নাতনি। তিনি কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।

ছোটবেলায় তার জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা থেকেই তিনি নাকি এ ধরনের আত্মগোপন করে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রতিজ্ঞা করেন যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন পুরুষের ছদ্মবেশে থাকবেন। তাই তিনি ১৮১৩ সালে নিজের নাম পরিচয় পরিবর্তন করে ব্রিটিশ সেনাবাহিনীতে ডাক্তারি পেশায় চাকরি নেন। আর এভাবেই তিনি ছদ্মবেশে কাটিয়ে দেন ৫২টি বছর।

স্বভাবে ভয়ানক বদমেজাজি ডা. জেমস ব্যারি ছিলেন অবিবাহিত। সেনা সদস্য ছিলেন। পামাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত ডাক্তার এবং একজন ভালো মুষ্টিযোদ্ধা। ১৮১২ সালে ডা. জেমস ব্যারি ইডেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ১৮১৩ সালের ২ জুলাই তিনি ইংল্যান্ডের বিখ্যাত রয়েল কলেজ অব সার্জনে চাকরি গ্রহণ করেন। এ সময় থেকেই তিনি ছদ্মবেশ ধারণ করেন বলে অনেকের ধারণা।

আশ্চর্যজনক ব্যাপার হলো তার ব্যক্তিগত গৃহকর্মী যে তার সাথে ৫০ বছর সময় কাটিয়েছে সেও কখনও তার আসল পরিচয় জানতে পারেনি! তার সত্যিকার পরিচয় ধরা পড়ে তার মৃত্যুর পর। ১৮৬৫ সালের ২৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরই সবাই জানতে পারে ডা. জেমস ব্যারি আসলে পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন নারী। আর এভাবেই বেরিয়ে আসে ডা. জেমস ব্যারি টানা ৫২ বছর তার পরিচয় গোপনের বিষয়টি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়