Tuesday, October 22

চলমান সংকটের সমাধান অভ্যন্তরীণভাবেই হতে হবে : প্রেসিডেন্ট আসাদ

ঢাকা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের চলমান সংকটের সমাধান অভ্যন্তরীণভাবেই হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, চলমান সমস্যার ‘সিরিয় সমাধান’ হতে হবে; অন্য কোনো উপায়ে নয়।

লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বাশার আসাদ এসব কথা বলেছেন।

তিনি বলেন, বিদেশি শক্তিগুলো স্বীকার করুক আর নাই করুক অভ্যন্তরীণভাবে অবশ্যই চলমান সমস্যার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে বিদেশিদের চেয়ে সিরিয়ার জনগণের ভাবনা গুরুত্বপূর্ণ।

আগামী বছর প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচনের পথে কোনো বাঁধা দেখছেন না বলেও বাশার আসাদ মন্তব্য করেন। তিনি বলেন, “এ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো বাঁধা দেখি না।”

প্রেসিডেন্ট আসাদ বলেন, তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চান না; সিরিয়ার জনগণই কেবল তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং আগামী বছরের নির্বাচনের মাধ্যমে সিরিয়ার জনগণ তার ভাগ্য নির্ধারণ করবে বলে উল্লেখ করেন। তবে তিনি বলেছেন, এখন এ বিষয়ে বিস্তারিত কথা বলার সময় আসেনি, নির্বাচনের তারিখ ঘোষণার পর সব বলা যাবে।

এর আগে, গত ৩০ মে এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট আসাদ জানিয়েছিলেন, ২০১৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে আবার নির্বাচন করতে ইচ্ছুক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়