Saturday, October 26

মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মংলা সমুদ্র বন্দরসহ উপকুল এলাকায় দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। এর ফলে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 

শুক্রবার সন্ধ্যা থেকে সমুদ্র বন্দর ও উপকুলীয় এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। ফলে জনসাধারন ঘর থেকে বের হতে পারছে না। বিপাকে পড়েছে সাধারন ও নিম্ন আয়ের মানুষ।

এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজের খাদ্যপণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে বলে হারবার মাস্টার ক্যাপ্টেন এনামুল হক জানিয়েছেন। নিম্নচাপের ফলে সাগর উত্তাল হয়ে ওঠায় সমুদ্রে থাকা কয়েক হাজার মাছ ধরা নৌকা ও ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাট উপকুলীয় মত্জীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী।

অপরদিকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচশতাধিক পরিবার। এছাড়া অসংখ্য চিংড়িঘের ভেসে যাওয়ার উপক্রম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়