Friday, October 18

নীতিনির্ধারণী বৈঠকের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি

ঢাকা: দলের নীতিনির্ধারণী বৈঠকের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল দলের স্থায়ী কমিটির নীতিনির্ধারণী এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম  জানান, ‘কাল স্থায়ী কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানানো হবে।’
তরিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। কিন্তু এর প্রতিক্রিয়া আমরা এখন জানাবো না। কাল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেন তিনি।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করা হবে। সেখানে বিরোধী দলের সদস্যদেরকেও রাখা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করে সমঝোতায় আসার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা বোমা মেনে সজগণেল জান-মাল বিনষ্ট না করে আলোচনায় আসুন। আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়