Monday, October 28

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ঢাকা : কুয়েতের হাজারার আমগারায় শনিবার এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত এবং অপর ৯ জন গুরুতর আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এ খবর জানিয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের হাজি শামসুদ্দিনের ছেলে ইসরাফিল, মাদারিপুরের জব্বার শেখের ছেলে শওকত শেখ, মানিকগঞ্জের লিহাস উদ্দিনের ছেলে নাসির উদ্দিন এবং মানিকগঞ্জের নূর আহমেদের ছেলে নাজির আহমেদ। মারাত্মক আহতদের মধ্যে পাঁচজনকে আইসিইউতে রাখা হয়েছে। মারাত্মক আহতরা হচ্ছেন ফরিদপুরের আনোয়ারুল শেখ, মানিকগঞ্জের আবদুর রব খান, বাবুল, সালাম ও দেওয়ান আলী। আহত অন্যরা হচ্ছেন ফরিদপুরের সিরাজ, কুমিল্লার বেলাল, মানিকগঞ্জের আবদুর রহমান এবং মাদারিপুরের হান্নান। ভোর পৌছে ৬টায় বাংলাদেশি নাগরিকেরা তাদের কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) ও অন্যান্য কর্মকর্তা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন। নিহদের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ মিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সূত্র : ইউএনবি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়