Wednesday, October 9

সেনাবাহিনীতে চাকরির বয়স বাড়লো

ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে। সৈনিক থেকে শুরু করে মেজর পর্যন্ত সব পদমর্যাদার জোয়ান ও কর্মকর্তাদেরব ক্ষেত্রে দুই বছর বৃদ্ধি করা হয়েছে। আর লেফটেনেন্ট কর্নেল থেকে পরবর্তি পদমর্যাদার কর্মকর্তাদের বয়সীসমা এক বছর বৃদ্ধি করা হয়েছে।

বুধবার দুপুরে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ চাকরির বয়সসীমা বৃদ্ধির বিলটিতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

সেনাবাহিনীতে চাকরির যে বয়সসীমা ছিল তা যথেষ্ট নয় বিবেচনা করে সংসদে তা উত্থাপন করা হয়। আজ তা বাস্তবায়িত হলো। এর আগে সরকারি চাকরির ক্ষেত্রেও দুই বছর বয়স বাড়ানো হয়েছিল।
তবে চাকরির ক্ষেত্রে বয়স ৩০ থেকে ৩৫ করার দাবিতে সাধারণ ছাত্র পরিষদের আন্দোল ফলপ্রসু হবে কিনা তা এই অধিবেশনেই জানা যাবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়