Wednesday, October 23

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলার চড়পাড়া বাইপাস নামক এলাকায় পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেলে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পাবনা সাথিয়া থেকে সপরিবারে ঢাকায় আসছিলেন ঢাকা মহানগর ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হক (৬৫)। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চড়পাড়া বাইপাস এলাকায় পৌঁছানোর পর গাড়িটির সামনের একটি চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতা মাইনুল হক নিহত হন। বাকি আহত ছয়জনকে হাসপাতালে নেয়ার পর সেখানে মাইনুলের স্ত্রী শামছুন্নাহার (৬০) এবং গাড়ির চালক জামিল হোসেন (৩৮) নিহত হয়।
আহতদের মধ্যে নিহত মাইনুলের ছেলে একরামুল হক মৃদুল ও তার স্ত্রী কেকা বেগম এবং নিহতের মেয়ে মার্জিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়