আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিশ্বের অনেক দেশেই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে এবারে খোদ আমেরিকায় বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে এ যুদ্ধ শুরু হয়েছে। কমিটি অব স্টপ এফবিআই রিপ্রেসন বা এফবিআই নির্যাতন বিরোধী কমিটি’র সদস্য জো লোসবাকের এ কথা বলেছেন।
গত মঙ্গলবার ফিলিস্তিন মহিলা রাসমিয়ে ওদেহ্কে আটক করেন মার্কিন হোমল্যান্ড সিক্যুরিটি’র গোয়েন্দারা । ৪৫ বছর আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক আদালত বিনা বিচারে তাকে আটক করেছিল; মার্কিন নাগরিকত্বের আবেদন পত্রে এ বিষয়টি উল্লেখ করেন নাই অভিযোগ এনে তাকে আটক করা হয়।
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বর্তমানে ২০০এর বেশি ফিলিস্তিনি শিশু রয়েছে এবং এ সবক শিশুর মানবাধিকারকে মোটেও গ্রাহ্য করে না ইসরাইলি আদালত। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে ফোনে দেয়া সাক্ষাতকারে লোসবাকের বলেন, ফিলিস্তিন দখলদার বাহিনীর আইন এখন বাস্তবায়নের নেমেছে মার্কিন সরকার। রাসমিয়ে ওদেহ্কে আটকের ঘটনা তারই একটি জলন্ত উদাহরণ এবং কমিটি অব স্টপ এফবিআই রিপ্রেসন এ জাতীয় গ্রেফতারের কঠোর নিন্দা করছে বলেও জানান তিনি।
আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে মার্কিন সরকার এ জাতীয় ততপরতায় কেনো উঠেপড়ে লেগেছে তারও কারণ ব্যাখ্যা করেন লোসবাকের। তিনি বলেন, মুসলমান এবং আরব দেশগুলোর বিরুদ্ধে অসংখ্য লড়াইয়ে লিপ্ত রয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের ফিলিস্তিন দখলকেও সমর্থন করছে আমেরিকা ।
এবার খোদ আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১০ বছর ধরে মুসলমানরাই আমেরিকার প্রধান লক্ষ্য ও শিকার হয়ে উঠেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়