ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেন তারা।
বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের খবর শোনার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সমবেত মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতা। রায় ঘোষণার সময় তাদের অনেকেই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন, অনেকে জড়ো হন আদালতের বাইরে। মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করে সালাউদ্দিন কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি দিলে মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হতো মন্তব্য করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি করেছেন তারা।
রায় শুনতে ট্রাইব্যুনালে দেশের বিশিষ্ট নাগরিকরাও উপস্থিত ছিলেন। তারাও মনে করেন, এ রায়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। গোটা জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন তারা।
এ রায় শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় উল্লেখ করে তারা বলেন, স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীরা যে দলেরই হোক না কেন অপকর্ম করে যে কেউ রেহাই পায়না এটা তারই প্রমাণ।---ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়