ঢাকা : একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
রোববার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে মজিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম জিয়ার মধ্যে টেলিফোন সংলাপে তিনি অনুপ্রাণিত।
তিনি আশা করেন, এর ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে, যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি জানান, সব রাজনৈতিক দলের প্রতি আমেরিকার বার্তা- সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটি গ্রহণযোগ্য নয়।
শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিবৃতিতে আহবান জানানো হয়।---ডিনিউজ
রোববার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে মজিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা বেগম জিয়ার মধ্যে টেলিফোন সংলাপে তিনি অনুপ্রাণিত।
তিনি আশা করেন, এর ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে, যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনি জানান, সব রাজনৈতিক দলের প্রতি আমেরিকার বার্তা- সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটি গ্রহণযোগ্য নয়।
শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিবৃতিতে আহবান জানানো হয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়