Friday, October 4

রাজশাহীতে শিশুকে ধর্ষণের পর হত্যা : যুবক গ্রেফতার


রাজশাহী:  রাজশাহীর দুর্গাপুরে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করেছে এক যুবক। শুক্রবার দুপুরে উপজেলার হোজা নদীর পাশ থেকে ওই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর নাম আলো। সে উপজেলার বহরমপুর এলাকার হোটেল শ্রমিক কামরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।  এদিকে উত্তেজিত জনতার হামলায় ৫পুলিশ আহত হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ শুক্রবার দুপুরে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের হোটেল বয় কামরুল ইসলামের শিশুকন্যা বহরমপুর মসজিদভিত্তিক স্কুল ইসলামিক ফাউন্ডেশনের শিশু শ্রেণীর ছাত্রী আলো (৭) কে একই গ্রামের বেলালের পুত্র জামরুল ইসলাম রতন (১৮) পানি থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে নদীর পাশে পান বরজে নিয়ে যায়। সেখানে জোর করে ধর্ষণের পর তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর পালিয়ে যাওয়ার পথে রতনের গতিবিধি সন্দেহ হলে গ্রামপুলিশ নূর ইসলাম তাকে সিংগা গ্রামে আটক করে রাখে। 
পরে থানা পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে। থানায় নেয়ার পথে রতনকে গণধোলাই দিতে গ্রামবাসী পুলিশের গতিরোধ করে। এসময় গ্রামবাসীর হামলায় এক এসআইসহ ৫ পুলিশ আহত হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ী ভাংচুর করে। আহতরা হলো দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সোহেল রানা (৪৫), ওমর আলী কনস্টেবল রমজান আলী (৫২), আশরাফ আলী (৫৫) গাড়ীর ড্রাইভার রমজান আলী (৩৫), গ্রাম পুলিশ নূর ইসলাম (৩৫)। আহতদের দুর্গাপুর স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়