Monday, October 7

১৩ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের তারালী ক্যাম্পের বিএসএফ নারী-শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যেমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বিজিবি সূত্র জানায়, সোমবার বেলা ১২ টার দিকে কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার তারালী ক্যাম্পের বিএসএফ অবৈধপথে ভারতে যাওয়ার সময় ১৩ জন বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। পরে বেলা সাড়ে ৩ টা থেকে ৪ টা ৫০ মিনিট পর্যন্ত এক পতাকা বৈঠকে আটককৃত বাংলাদেশিদের কাকডাঙ্গা বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকার ১৩/৪ এস/আরবি পিলারের সন্নিকটে ওই পতাকা বৈঠকে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আমীর হোসেনসহ ৫ বিজিবি সদস্য এবং বিএসএফের পক্ষে তারালী ক্যাম্পের কমান্ডার এসআই বরুনসহ ৫ বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন। 
ফেরৎ আসা বাংলাদেশিরা হলেন, খুলনা জেলার কয়রার মইনুদ্দিনের পুত্র আসাদুল (২২), হাফিজের স্ত্রী রেহেনা (১৯), হাফিজের মেয়ে আছিয়া (৩) ও পুত্র হাসিব (৫মাস), ইমান আলীর পুত্র ছিদ্দিক (২২), ছিদ্দিকের স্ত্রী মাছুরা (১৯), মোহর আলীর পুত্র হাফিজ (১৩), হাবিবের পুত্র হাসান গাজি (২৭), হাসনের মেয়ে নাজমা (২) ও মিমি (৩), আজিবরের পুত্র মনিরুল সানা (২২), আশরাফের মেয়ে মোমেনা (১৩) এবং ছিদ্দিকের মেয়ে মুন্নি (১৬)। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়