ঢাকা : বিরোধীদলের ডাকা হরতালে দেশে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, এর দায় বিরোধীদলীয় নেত্রী কখনই এড়াতে পারেন না বললেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সোমবার বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নানক বলেন, হরতালে সহিংসতায় নিহতের দায় খালেদা জিয়াকেই নিতে হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা হবে সংবিধানের ভিত্তিতেই। তিনিও সংঘাত বন্ধ করে সংলাপের পথে আসার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধ্বংসাত্মক ও নৈরাজ্যমূলক কর্মসূচি চালিয়ে আর মানুষ হত্যা করবেন না।---ডিনিউজ
সোমবার বঙ্গবন্ধু এভিনিস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নানক বলেন, হরতালে সহিংসতায় নিহতের দায় খালেদা জিয়াকেই নিতে হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা হবে সংবিধানের ভিত্তিতেই। তিনিও সংঘাত বন্ধ করে সংলাপের পথে আসার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধ্বংসাত্মক ও নৈরাজ্যমূলক কর্মসূচি চালিয়ে আর মানুষ হত্যা করবেন না।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়