ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অবিলম্বে শান্তিপূর্ণ মিছিলে গুলি বন্ধ করুন। অন্যথায় জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যূত্থানের মধ্য দিয়ে দেশ একটি চরম পরিণতিতে পৌঁছাবে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন শক্ত হাতে বিরোধী দলকে দমন করা হবে। মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন বিরোধী দলকে শায়েস্তা করা হবে। এটা সহিংসতার ভাষা।
তারা শক্তি দিয়ে, বন্দুক দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়। কিন্তু এটা আর সম্ভব হবে না। তিনি আরো বলেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এই অভ্যুত্থান মোকাবেলার শক্তি সরকারের নেই। বিএনপি বরাবরের মতো এখনো সংলাপে প্রস্তুত বলেও জানান তিনি।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়