Friday, October 4

কেন্দুয়ায় অর্ধশত আ’লীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় আ’লীগের অর্ধশত নেতাকর্মী  শুক্রবার ( ৪ অক্টোবর) বিএনপিতে যোগদান করেছেন। জানা গেছে, নেত্রকোনা-৩ আসনের প্রয়াত এমপি নুরুল আমীন তালুকদারের জ্যেষ্ঠ পুত্র কেন্দ্রীয় বিএনপির সহ ক্রীড়া সম্পাদক রায়হান আমীন তালুকদার রনি শুক্রবার কেন্দুয়ার রামপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদানকারী আবুল কাশেম, শাহজাহান মিয়া, আব্দুস সালাম, পলাশ মিয়া, গাজী মিয়া, আজিবুর রহমান, আজাদ মিয়া বলেন, বিএনপির আর্দশে উজ্জীবিত হয়ে আমরা আ’লীগ ছেড়ে এসেছি। রামপুর বাজারে ১৮ দলীয় আন্দোলন কর্মসুচি প্রনয়ণ কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশুজিয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সম্পাদক শফিউর রহমান সনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রায়হান আমীন রনি বলেন, যে কোন মূল্যে সরকারের বাকশালী কায়দায় নির্বাচন প্রতিহত করতে হবে। এ লক্ষে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের এ দুর্যোগ মূর্হুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথ কাঁপিয়ে তোলা ছাড়া বিকল্প নেই। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আজিজুল হক চন্দন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সৈয়দ মাহমুদুল হক ফারুক, কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ, ছাত্রনেতা কাইয়ূম, শামছুল ইসলাম তমাল, জসিম উদ্দিন আহম্মেদ খোকন প্রমুখ। এর পরে রায়হান আমীন রনি কেন্দুয়ার বেখৈরহাটী বাজারে দলীয় নেতাকর্মীদের আয়োজিত অনুরূপ এক সমাবেশে বক্তব্য রাখেন। --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়