Wednesday, October 30

মনিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে বিস্ফোরণ: নিহত ২, আহত ৭

ঢাকা : ভারতের মনিপুর রাজ্যে আজ বুধবার সকালে এক বোমা বিস্ফোরণে অন্তত দুই জন নিহত ও সাতজন আহত হয়েছে। রাজ্যের রাজধানী ইম্ফলের  মইরাংখোম এলাকায় মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে  বোমাটি বিস্ফোরিত হয়।

মনিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং এ বোমা হামলার লক্ষ্য ছিলেন কি-না সে বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি বলে বেসরকারি চ্যানেল জি নিউজ জানিয়েছে।

বোমাটি ঘরে তৈরি এবং কোনো দল বা গোষ্ঠী এখনো এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।

এ নিয়ে উপর্যপুরি দ্বিতীয় দিনের মতো ইম্ফলে বোমা বিস্ফোরিত হলো। গতকাল ইম্ফলের থানগাল বাজারে ঘরে তৈরি এক বোমার বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়। বোমাটি একটি ঠেলাগাড়িতে পাতা ছিল বলে পুলিশ জানিয়েছে। এ বাজারটি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। এ এলাকায় অসম ও বিহার রাজ্য থেকে আগত দিনমজুররা কাজের আশায় ভিড় জমায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়