Wednesday, October 30

দু’নেত্রীর ফোনালাপ জানা জনগণের অধিকার: আ.লীগ

ঢাকা : প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বিরোধীদলীয় নেতার অসৌজন্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রকাশ পাওয়ায় বিএনপির মাথা হেট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা জানান, রাজনীতির এ দুই শীর্ষ নেত্রীর ফোনালাপ জানা জনগণের গণতান্ত্রিক অধিকার। 

আজ বুধবার রাজধানীতে আয়োজিত আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলের ফোনালাপ গতকাল মঙ্গলবার জনসম্মুখে প্রকাশ পায়। বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনায় বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ দুই নেত্রীর ফোনালাপকে রাষ্ট্রীয় সংলাপ অভিহিত করে বলেন, জনগণের তা জানার অধিকার আছে।

আরেক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ ফোনালাপ জনসম্মুখে না আসলে বিভ্রান্তির সৃষ্টি হত। ফোনালাপে বিএনপি নেত্রীর সৌজন্যের অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আরপিও সংশোধন করতে হলে নির্বাচন কমিশনের মতামত নেওয়ার সাংবিধানিক কোনো নিয়ম নেই। তিনি বলেন, আরপিও সংশোধন সংসদের এখতিয়ার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়