Wednesday, October 9

ব্রুনেইয়ে শুরু হচ্ছে আসিয়ান সম্মেলন

ঢাকা : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ৮ম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ। সম্মেলনে যোগ দিতে আজ বুধবার ল্যাভরোভের ব্রুনেই এর রাজধানী বন্দর সেরি বেগওয়ানে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন। এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকভুক্ত দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা ঘটাতে এই সংস্থাটি গড়ে তোলা হয়। ২০১০ সালে হ্যানয় সম্মেলনে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সংস্থার সদস্যভুক্ত হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের(আসিয়ান) সদস্যসহ অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডসহ ১৬টি দেশ এ সম্মেলনে অংশ নিয়ে থাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়