Wednesday, October 2

সাকা চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায় লেখেছে আইন মন্ত্রণালয় : রফিকুল ইসলাম

ঢাকা : ট্রাইব্যুনালের রায়ের কপি আইন মন্ত্রণালয়ে গেল কীভাবে দেশের জনগণ ও আইনজীবীরা তা জানতে চায় বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বুধবার দুপুরে শহিদ শামছুল হক মিলনায়তনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এক জরুরি সভায় তিনি একথা বলেন।

রফিক ইসলাম বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া রায় লেখেছে আইন মন্ত্রণালয়। আর রায় সম্পর্কে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমানিত হয়েছে আইন মন্ত্রণালয় এর সাথে জড়িত। এখন ট্রাইব্যুনালের উচিত আইনমন্ত্রী ও আইনপ্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করা।

তিনি বলেন, ট্রাইব্যুনাল তা না করে দেশের সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে রুল ইস্যু করার পায়তারা করছে। যা আদো ঠিক নয়।

সভায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ আইনজীবীরা উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়