Wednesday, October 2

মনমোহন-রাহুল বৈঠক: বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহারের ইঙ্গিত

ঢাকা : দাগি সংসদ সদস্য ও বিধায়কদের বাঁচানোর  অর্ডিন্যান্স নিয়ে সৃষ্ট বিতর্কের পর আজ প্রথম মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷

আজ বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাহুল৷ দু’জনের মধ্যে প্রায় ২৫ মিনিট আলোচনা হয়। অর্ডিন্যান্সের ভাগ্য নির্ধারণে এ বৈঠক অত্যন্ত তাতর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মনমোহনের বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই দাগি সংসদ সদস্য-বিধায়কদের বাঁচানোর অর্ডিন্যান্স নিয়ে সোচ্চার হয়েছিলেন রাহুল। তিনি বলেছিলেন, তাঁর ব্যক্তিগত মত হল ওই অর্ডিন্যান্স সম্পূর্ণ ‘ননসেন্স’৷ সেটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলারও কথা বলেন তিনি৷ 

প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের মধ্যে রাহুলের ওই মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় তোলে। জানা যায়, ক্ষুব্ধ হন স্বয়ং প্রধানমন্ত্রীও। গতকাল ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লি ফেরার বিমানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, “দেশে ফিরে জানার চেষ্টা করব, ওই কথাটা ওই ভাবে কেন বলতে হল।”

এদিকে, রাহুলের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রীর বাসভবনেই বসছে কংগ্রেস কোর-গ্রুপের বৈঠক৷ আজ প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করবেন মনমোহন সিং৷ দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে এখনও সই করেননি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি৷ অর্ডিন্যান্স নিয়ে তিনিও কিছু প্রশ্ন তুলেছেন তিনি৷ সে বিষয়েই প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন মনমোহন সিং৷

এছাড়া, অর্ডিন্যান্স নিয়ে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সরকারের ততপরতো দেখে মনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিতর্কিত এই অর্ডিন্যান্স প্রত্যাহার হতে চলেছে। তবে, এ ইস্যুতে রাহুলের ভাবমূর্তিও যাতে উজ্জ্বল হয় আর প্রধানমন্ত্রীরও মর্যাদা অক্ষুণ্ণ থাকে তাঁরই ফর্মুলা উদ্ধারের চেষ্টায় এখন কংগ্রেস নেতা-মন্ত্রীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়