Tuesday, October 29

সোজা পথে না এলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে: সেলিম

ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম খালেদা জিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সোজা পথে না এলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।  

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

শেখ সেলিম আওয়ামী নেতা কর্মীদের ওপর এবং তাদের বাস ভবনে হামলার সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করলে পালাবার পথ পাবেন না “ 

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব সন্ত্রাস করে নয়। তোমরা গণতান্ত্রিক রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা কর। ৭১-এর সাঈদী-নিজামীদের মতো খালেদাকেও বিতাড়িত করা হবে। একাত্তরের মতো এবারো আমরা জয় লাভ করবো।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়