আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শেখ সেলিম আওয়ামী নেতা কর্মীদের ওপর এবং তাদের বাস ভবনে হামলার সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করলে পালাবার পথ পাবেন না “
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব সন্ত্রাস করে নয়। তোমরা গণতান্ত্রিক রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা কর। ৭১-এর সাঈদী-নিজামীদের মতো খালেদাকেও বিতাড়িত করা হবে। একাত্তরের মতো এবারো আমরা জয় লাভ করবো।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়