ঢাকা : নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, ২-৩ দিনের মধ্যেই আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ওয়েবসাইটে দেওয়া হবে এবং স্টেকহোল্ডার এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আচরণবিধি সংশোধন নিয়ে কমিশন কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের আচরণবিধি যাচাই-বাছাই শেষে আমরা চূড়ান্ত রূপ দেয়ার কাজে হাত দিয়েছি। তবে আমাদের আচরণবিধি রয়েছে। তাই আচরণবিধি নতুন করে তৈরি করতে হচ্ছে না।
তিনি আরো বলেন, যেহেতু আগের আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের সময়ের। সেই সময়ের সরকারের কোনো পলিটিক্যাল ভূমিকা ছিল না। তবে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণে কিছু বিষয় যোগ-বিয়োগ করতে হবে।--ডিনিউজ
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আচরণবিধি সংশোধন নিয়ে কমিশন কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের আচরণবিধি যাচাই-বাছাই শেষে আমরা চূড়ান্ত রূপ দেয়ার কাজে হাত দিয়েছি। তবে আমাদের আচরণবিধি রয়েছে। তাই আচরণবিধি নতুন করে তৈরি করতে হচ্ছে না।
তিনি আরো বলেন, যেহেতু আগের আচরণবিধি তত্ত্বাবধায়ক সরকারের সময়ের। সেই সময়ের সরকারের কোনো পলিটিক্যাল ভূমিকা ছিল না। তবে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণে কিছু বিষয় যোগ-বিয়োগ করতে হবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়