ঢাকা: ফেসবুকে নিজেদের অন্তরঙ্গ ছবি পোস্ট করায় শনিবার মরক্কোতে এক কিশোর প্রেমিক জুগলকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের একজনের বয়স ১৪ এবং অন্যজন ১৫ বছরের।
বিবিসি জানায়, মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলীয় নদোর শহরে নিজেদের স্কুলের বাইরে চুম্বনরত অবস্থায় ছবি তুলে ওই প্রেমিক যুগল। পরে তারা এটি ফেসবুকে পোস্ট করে। এটিকে চরম অসভ্যতা বলে সমালোচনা করে স্থানীয় এক পত্রিকায় ছবিসহ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
আগামী সপ্তাহে মরক্কোর এক কিশোর আদালতে তাদের হাজির করার কথা রয়েছে।
এদিকে এ গ্রেপ্তারের ঘটনায় অনলাইনে ব্যাপক প্রতিবাদ হচ্ছে বলে জানা গেছে। প্রতিবাদ হিসেবে ইতিমধ্যে ওই ছবির লাখ লাখ কপি ফেইসবুকে পোস্ট করা হয়েছে।
বিবিসি জানায়, মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলীয় নদোর শহরে নিজেদের স্কুলের বাইরে চুম্বনরত অবস্থায় ছবি তুলে ওই প্রেমিক যুগল। পরে তারা এটি ফেসবুকে পোস্ট করে। এটিকে চরম অসভ্যতা বলে সমালোচনা করে স্থানীয় এক পত্রিকায় ছবিসহ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
আগামী সপ্তাহে মরক্কোর এক কিশোর আদালতে তাদের হাজির করার কথা রয়েছে।
এদিকে এ গ্রেপ্তারের ঘটনায় অনলাইনে ব্যাপক প্রতিবাদ হচ্ছে বলে জানা গেছে। প্রতিবাদ হিসেবে ইতিমধ্যে ওই ছবির লাখ লাখ কপি ফেইসবুকে পোস্ট করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়