শখের বশেই মাছ ধরেন ব্রিটিশ পর্যটক কেথ উইলিয়ামস। আর জন্মদিনে ঘুরতে গিয়েও সেই শখের বশেই মাছ ধরতে ছিপ ফেলে রীতিমত বিশ্ব রেকর্ড করে ফেলেছেন এই পর্যটক। বিশাল আকৃতির এক মাছ তার জন্ম দিনে নিয়ে এলো বিশ্ব রেকর্ডের উপহার।
থাইল্যান্ডের ক্রাবির এক ফিসিং রিসোর্টে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলেন ব্রিটিশ কেথ। মাছ ধরা কেথের ছোটবেলার শখ। স্ত্রীকে পাশে বসিয়ে রিসোর্টের পুকুরে ছিপ ফেলেন কেথ। বসে আছেন তো বসেই আছেন। মাছের দেখা নেই। এই অবস্থা দেখে কেথ’র স্ত্রী তাকে বলেছিলেন, “আজ আর হবে না, তুমি বরং চলে এসো”। তখনই ছিপটা খুব জোরে নড়ে উঠল।
এরপর হাতের ছিপটাকে প্রচণ্ড শক্তি দিয়ে টেনে নিয়ে যেতে চাইছে কিছু একটা। সাহসী ও অভিজ্ঞ কেথ উইলিয়াম পানিতে ঝাঁপ মারলেন। আর তারপরেই হয়ে গেল বিশ্বরেকর্ড। ১৩৪ পাউন্ড ৭ আউন্স ওজনের মাছ ধরে তিনি বিশ্বরেকর্ডের মালিক হয়ে হন।
তার ছিপেই বিধে ছিলো এই মাছটি। এত ভারি মাছটাকে বাগে এনে ডাঙায় তুলতে প্রায় ২৫ মিনিট লেগে যায় তার। এর আগে পুকুর বা জলাধার থেকে সবচেয়ে বেশি ওজনের মাছ ধরার রেকর্ডটি ছিল ১১৪ পাউন্ড’র মাছ। সেটি ধরেছিলেন টেরি ম্যাথার। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন কেথ উইলিয়াম।
কেথ যার ফিসিং রিসোর্টে এই বিশ্বরেকর্ড গড়লেন, সেই রিসোর্টের মালিক স্টুয়ার্ড উইলিয়ামস দারুণ খুশি। বললেন, "জানতামই না আমার রিসোর্টে এত বড় একটা মাছ আছে। তবে রাতে শুতে যাওয়ার আগে মাঝেমাঝে জল থেকে একটা আওয়াজ পেতাম। এখন বুঝতে পারছি ওটা হয়তো এই মাছটারই কাণ্ড। কে জানে আরও কতগুলো আছে কিনা!"
৫৬ তম জন্মদিনে বিশ্বরেকর্ড গড়ে কেথ বলেন, “মাছটা খুব ভাল। ওর শরীরের মত মনটাও খুব বড়”। কয় দিনের মধ্যেই কেথের বিশ্বরেকর্ডে সরকারি সিলমোহর লাগাতে চলেছে আন্তর্জাতিক গেম ফিশ অ্যাসোসিয়েশন।--পরিবর্তন
থাইল্যান্ডের ক্রাবির এক ফিসিং রিসোর্টে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিলেন ব্রিটিশ কেথ। মাছ ধরা কেথের ছোটবেলার শখ। স্ত্রীকে পাশে বসিয়ে রিসোর্টের পুকুরে ছিপ ফেলেন কেথ। বসে আছেন তো বসেই আছেন। মাছের দেখা নেই। এই অবস্থা দেখে কেথ’র স্ত্রী তাকে বলেছিলেন, “আজ আর হবে না, তুমি বরং চলে এসো”। তখনই ছিপটা খুব জোরে নড়ে উঠল।
এরপর হাতের ছিপটাকে প্রচণ্ড শক্তি দিয়ে টেনে নিয়ে যেতে চাইছে কিছু একটা। সাহসী ও অভিজ্ঞ কেথ উইলিয়াম পানিতে ঝাঁপ মারলেন। আর তারপরেই হয়ে গেল বিশ্বরেকর্ড। ১৩৪ পাউন্ড ৭ আউন্স ওজনের মাছ ধরে তিনি বিশ্বরেকর্ডের মালিক হয়ে হন।
তার ছিপেই বিধে ছিলো এই মাছটি। এত ভারি মাছটাকে বাগে এনে ডাঙায় তুলতে প্রায় ২৫ মিনিট লেগে যায় তার। এর আগে পুকুর বা জলাধার থেকে সবচেয়ে বেশি ওজনের মাছ ধরার রেকর্ডটি ছিল ১১৪ পাউন্ড’র মাছ। সেটি ধরেছিলেন টেরি ম্যাথার। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন কেথ উইলিয়াম।
কেথ যার ফিসিং রিসোর্টে এই বিশ্বরেকর্ড গড়লেন, সেই রিসোর্টের মালিক স্টুয়ার্ড উইলিয়ামস দারুণ খুশি। বললেন, "জানতামই না আমার রিসোর্টে এত বড় একটা মাছ আছে। তবে রাতে শুতে যাওয়ার আগে মাঝেমাঝে জল থেকে একটা আওয়াজ পেতাম। এখন বুঝতে পারছি ওটা হয়তো এই মাছটারই কাণ্ড। কে জানে আরও কতগুলো আছে কিনা!"
৫৬ তম জন্মদিনে বিশ্বরেকর্ড গড়ে কেথ বলেন, “মাছটা খুব ভাল। ওর শরীরের মত মনটাও খুব বড়”। কয় দিনের মধ্যেই কেথের বিশ্বরেকর্ডে সরকারি সিলমোহর লাগাতে চলেছে আন্তর্জাতিক গেম ফিশ অ্যাসোসিয়েশন।--পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়