Monday, October 21

এমআইএস সংসদীয় গণতন্ত্রকে অর্থবহ করবে: স্পিকার

ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সকল তথ্যের সুষ্ঠু ব্যবস্থাপনাকল্পে এমআইএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি চালু থাকলে প্রয়োজনীয় তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে যায় এবং সংসদীয় গণতন্ত্র অর্থবহ হয়।' 

সোমবার জাতীয় সংসদের শপথ কক্ষে এমআইএসর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন বলেন, সংসদ জনগণের। তাই জনগণ যাতে সংসদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিসমূহের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারি হিসাব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি ও অনুমিত হিসাব কমিটির কার্যক্রম সম্পর্কেও স্টেকহোল্ডারগণ বিস্তারিত জানার সুযোগ পাবেন।'

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এসপিও প্রকল্পের জাতীয় কনসালটেন্ট এ আর আজিজুল হক রায়হান ও এসপিও প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম মাহবুবুল আলম।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়