Wednesday, October 23

ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক সুলতান উদ্দিন খান আর নেই

ময়মনসিংহ: ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক দৈনিক জাহানের সিনিয়র স্টাফ রিপোর্টার সুলতান উদ্দিন খান (৬৫) মঙ্গলবার রাত সোয়া ৯ টায় অসুস্থ অবস্থায় শহরের ভাটিকাশরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল¬াহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে ভুগছিলেন। আজ বুধবার বাদ জোহর শহরের চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সাংবাদিক সুলতান উদ্দিন খানের নামাজে জানাজা শেষে ভাটিকাশর গোরস্থানের তার লাশ দাফন করা হয়। জানাজার পুর্বে তার লাশ ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গনে আনা হলে ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্রবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়াও পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ শাখা সভাপতি ফেরদৌআরা বেগম হেলেনসহ রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও  বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃনদ্দ শ্রদ্ধা নিবেদন করেন। 
ময়মনসিংহ সাংবাদিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি সুলতান উদ্দিন খান সুদীর্ঘ সময় ময়মনসিংহের দৈনিক জাহান পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ময়মনসিংহের সর্বস্তরের মানুষের প্রিয় সাংবাদিক সুলতান উদ্দিন খানের মৃত্যুর সংবাদ শুনে শহরে শোকের ছায়া নেমে আসে।  
বিশিষ্টজনের শোক:
ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক সুলতান উদ্দিন খানের মৃত্যুতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন(অব.) মজিবুর রহমান ফকির এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, ময়মনসিংহ পৌর মেয়র ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি ইকরামূল হক টিটু, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, ডাঃ কেআর ইসলাম, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, এমইউজে সভপাতি কাজী মোঃ ইয়াসীন, সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, আলোকচিত্র শিল্পী সংসদ (আশিস) সভাপতি  (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন, সহ-সভাপতি সুবোধ চন্দ্র চন্দ, ডাঃ আবুল মনসুর, সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এএইচএম মোতলেব,  এএইচএম মোতালেব, সাংগঠনিক সম্পাদক আদিলুজ্জামাএর সভাপতি জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ৭১-এর ঘাতক দালাল নিমর্ূূল জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক বহুমূখী সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মেছবাহ উদ্দিন হেলাল, জেলা ছাত্রদলের সভাপতি রোকুনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ প্রেসক্লাব সদস্যবৃন্দ, সর্বস্তরের সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে ) সাংবাদিক সুলতান উদ্দিন খান এর মৃত্যুতে তিনদিনের  শোকসহ  ঘোষনা ও কালোব্যাজ ধারন করেছে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়