Monday, October 21

দেশের দক্ষিণাঞ্চল হবে শস্যভাণ্ডার: প্রধানমন্ত্রী

ঢাকা : দেশের দক্ষিণাঞ্চলকে শস্যভাণ্ডার হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। আর গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা এবং দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক অর্থনৈতিকজোন গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর, ক্ষুধা এবং দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত করতে তার সরকার বদ্ধপরিকর—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে যখন খাদ্য ঘাটতি তখন বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।

তিনি আরো বলেন, সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে উৎসাহিত করছে।

মানুষ যেন উন্নত জীবনের অধিকারী হয় এর জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে—এ কথা জানান প্রধানমন্ত্রী।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সবার সমর্থন ও সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। এ সময় পাটের জীবন রহস্য উন্মোচন কৃষি ক্ষেত্র বড় অগ্রগতি বলেও উল্লেখ করেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার কৃষি ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের জন্য সবোর্চ্চ রাষ্ট্রীয় পুরস্কার। আর কৃষিতে বিশেষ অবদানের জন্য সকালে কৃষিজীবী, মৎস্যজীবী, গবেষক এবং যৌথ ব্যক্তিগত খামারি মালিক এ রকম ২৮ জনের হাতে বঙ্গবন্ধু কৃষিপদক তুলে দেন প্রধানমন্ত্রী। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর ৪ জনকে স্বর্ণ, ৭ জনকে রৌপ্য এবং ১৭ জনকে ব্রোঞ্জ পদকে ভূষিত করা হয়েছে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়