কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে কানাইঘাট থানা পুলিশ। আজ বুধবার ধুমধামে কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মামুন রশিদের মেয়ে মনসুরিয়া মাদরাসার দশম শ্রেণির ছাত্রী নাছিমা বেগম ১৫ এর সহিত লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির গোরকপুর গ্রামের মাওঃ ফয়জুল হকের ছেলে আজির উদ্দিন (২৫) এর বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন বিষয়টি দেখার জন্য থানার অফিসার ইনচার্জ কে অবহিত করেন। পরে স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে বেলা দেড়টায় যখন বিয়ের অনুষ্ঠান চলছিল তখন থানার ওসি (তদন্ত) বজলার রহমান বিয়ের অনুষ্ঠানে হানা দিয়ে বাল্য বিবাহ পন্ড করে দেন। তিনি পাত্র ও পাত্রী পরে লোকজনকে থানায় ডেকে এনে বিয়ের নিকাহ রেজিষ্ট্রার না করার জন্য নির্দেশ দেন। এ ব্যাপারে ওসি তদন্ত বজলার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি 'কানাইঘাট নিউজকে' জানান, মেয়েটির বয়স পরিপূর্ণ না হওয়ায় আমরা বাল্য বিবাহটি পন্ড করে দিয়েছি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়