নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী নির্যাতনের দায়ে শ্বাশুড়ী, ননদ, জোয়া খেলা ও গাঁজা বিক্রির অপরাধেসহ ৮ আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাতে কানাইঘাট উপজেলা পরিষদের পাশের দু'তলা ভবনের একটি কক্ষে সংঘবদ্ধ হয়ে বেশ কয়েকজন জোয়া খেলার সময় খবর পেয়ে থানার ওসি (তদন্ত) বজলার রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জোয়াড়ী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাদল মিয়া, শহিদুল্লাহ ও আনোয়ার হোসেন নামে তিন জুয়াড়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত এ ৩ জন পৌরসভার রায়গড় গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এদের বিরুদ্ধে জোয়া আইনে থানায় মামলা হয়েছে। অপরদিকে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গত শনিবার রাতে কানাইঘাট বাজার থেকে গাঁজা বিক্রির সময় দলইমাটি গ্রামের মৃত মুজম্মিল আলীর পুত্র রিক্সা চালক জলাল মিয়া (২৫) এবং ১টি ওয়ারেন্টভুক্ত মামলার আসামী ডালাইচর গ্রামের সামছুল হকের পুত্র আবুল হাসনাত আবুলকে গ্রেফতার করে। এছাড়া গত শুক্রবার রাতে উপজেলার ভাটিদিহি গ্রামে পুত্র বধূকে নির্যাতনের দায়ে পুলিশ শ্বাশুড়ী হাওয়ারুন নেছা (৫০) ননদ ফাতেহা বেগম (২৪) ও সালেহা বেগম (২২) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাযতে পাঠিয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়