Tuesday, October 22

ভোলার চরফ্যাশনে ১২ জেলেকে কারাদন্ড


ভোলা: অবৈধ ভাবে নদীতে জাল ফেলে মাছ শিকার করার কারণে ভোলার চরফ্যাশনের তেতুলিয়া নদীথেকে ১২ জেলেকে আটক করে এক বছর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অপর দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিৎ দেব জেলেদের এ দন্ড দেন। 
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞ থাকা সত্বেও তা অমান্য করে মাছ ধরায় জেলেদের এ দন্ড দেয়া হয়। তিনি জানান অবৈধ ভাবে মাছ শিকার করায় এদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত টিম চরফ্যাশনের তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে দুটি নৌকা সহ ১৪ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১২জনকে এক বছর কারা দন্ড ও দুই জনতে অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো মোঃ কাসেম (২০), মোঃ জাকির হোসেন (৪০), কামাল (২১), সালাউদ্দিন (২২), জসিম মিয়া (৪০), রিপন (২০), বেলাল (২৮), সোহাগ (২০) ও আমির হোসেন (৪০)। তারা সবাই চরফ্যাশন উপজেলার বাসিন্দা। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়