Saturday, October 26

হরতাল প্রত্যাহারের ঘোষণা আসতে পারে!

ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩ দিনের হরতাল প্রত্যাহার হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের উদ্যোগ নিয়ে শনিবার সন্ধ্যায় টেলিফোন করায় এ সম্ভাবনা সৃস্টি হয়েছে। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ১৮ দলীয় জোটনেত্রী খালেদা জিয়াকে ফোন করে সোমবার গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান। একইসাথে প্রধানমন্ত্রী ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহারের আহবান জানান। খালেদা জিয়ার আজ শনিবারের মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে সর্বাত্মক হরতাল পালনের আল্টিমেটাম দেন। এখন যেহেতু প্রধানমন্ত্রী সংলাপের উদ্যোগ নিয়ে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য ১৮ দলীয় জোট হরতাল প্রত্যাহারের বিষয় নিয়ে দ্রুত নিদ্ধান্ত নিতে পারে বলে আভাস পাওয়া গেছে। রাতে এব্যাপারে ঘোষণা আসতে পারে।  এ পরিস্থিতিতে হাসিনা-খালেদা সংলাপের পর বিরোধীদলের পক্ষ থেকে ১৮ দলীয় জোটের সাথে বৈঠক করে হরতাল প্রত্যাহারের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়