আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ১ মিটারেও বেশি উচ্চতার সুনামি উপকূলে আঘাত হানার কথা বললেও জাপানের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এতে করে তেমন কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই।
শনিবার স্থানীয় সময় রাত দুটার দিকে জাপানের পূর্ব উপকূল থেকে ৩শো ২০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই ফুকুশিমাসহ ইওয়াট, মিয়াগি, ইবারাকি, চিবাএলাকায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়