ঢাকা: রাজনীতিবিদরাই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, আমরা (রাজনীতিবিদ) নিজেরা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি। কিছুদিন আগে কক্সবাজারের রামুতে শত বছরের পুরোনো বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। এগুলোও রাজনৈতিক নেতা-কর্মীরাই করেছে।
আজ বুধবার সকালে রাজধানীর খাজা নিজামুদ্দিন মিলনায়তনে মহাত্মা মোহন দাস করম চাঁদ গান্ধীর ১৪৪তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। বিরোধী দলের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, দেশকে সঙ্ঘাতের দিকে ঠেলে দেবেন না। দেশে গৃহযুদ্ধ তৈরি করবেন না। তিনি বলেন, আপনারা এখন যে সন্ত্রাস করছেন আর ভবিষ্যতে সন্ত্রাসের যে হুমকি দিচ্ছেন দয়া করে এ সন্ত্রাসের পথ পরিহার করুন। সন্ত্রাস করে কোনো মঙ্গল আসতে পারে না। সভায় বক্তব্য রাখেন বাসসের প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, মোমিন মেহেদী, কাজি মাসুদ প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়