Saturday, October 19

‘এখন সমঝোতার পথে এগিয়ে যাওয়া উচিত’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন দেশের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।
 
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় সুশীল সমাজের প্রতিনিধিরা এ মন্তব্য করেন।
 
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য পজিটিভলি ডেভেলপমেন্ট। বিরোধী দলের উচিত প্রধানমন্ত্রীর বক্তব্যে সাড়া দেওয়া।’
 
শাহদীন মালিক বলেন, ‘তবে প্রধানমন্ত্রীর বক্তব্যটি আরও বিশেষায়িত হলে ভালো হতো যে, নির্বাচনকালীন সরকারে কতো শতাংশ পদ বিরোধী দলকে দেওয়া হবে। এছাড়া ঐ সরকারের প্রধানই বা কে হবেন তাও স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী। তবে আমরা ধরে নিচ্ছি তিনিই (প্রধানমন্ত্রী) নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ আছে।’
 
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য গঠনমূলক। তাঁর এই বক্তব্যের মধ্যদিয়ে বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।
 
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন ও সংকট মোকাবেলায় বিরোধী দলের কাছে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তত্তাবাধায়ক সরকারেরর সাবেক উপদেষ্টা আকবর আলি খান এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভাষণের প্রস্তাব ধরে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন।
 
আকবর আলি বলেন, “প্রাক নির্বাচন রাজনীতিক ভাষণ এটি। এতে গঠনমূলক উপাদান রয়েছে। এখন তা ধরেই এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।” বিরোধী দল কখনো তাদের প্রস্তাবের বিষয়টি স্পষ্ট করেননি বলেও মন্তব্য করেন তিনি।
 
আকবর আলি খান বলেন, “বিরোধী দল কী চায় তা কখনো স্পষ্ট করেনি। এখন সংসদে আলোচনায় বসা উচিত। কোথায়, কীভাবে তাদের সঙ্গে একমত হওয়া যায় তা আলোচনা হতে পারে।”---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়