আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকারকর্মী কিশোরী মালালা ইউসুফজাই পাকিস্তানকে রক্ষায় সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছে। একই সাথে সে বলেছে, নোবেল পুরস্কার পেলে তা হবে তার জন্য বড়ো ধরনের সম্মানের বিষয়। নিউইয়র্কে বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা এসব কথা বলে। ভবিষ্যতে মালালা রাজনীতির সাথে যুক্ত হওয়ার আকাক্সা ব্যক্ত করে বলেছে, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই।
আমি আমার মাতৃভূমিকে রক্ষা করতে চাই। মালালা বলছে, রাজনীতিবিদ হওয়াই ভাল। কারণ এর মাধ্যমে আমি আমার পুরো দেশকে রক্ষা করতে পারবো। এছাড়া বাজেটের অধিকাংশ অর্থ আমি শিক্ষা খাতে ব্যয় এবং বিদেশ বিষয়েও আমার মনোযোগ স্থির করতে পারবো। মালালা বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ পুরস্কার লাভ করে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হবে। আশা করা হচ্ছে মালালা নোবেল পুরস্কারও পাবে। এ প্রসঙ্গে মালালা বলছে, নোবেল পুরস্কার পাওয়া হবে আমার জন্যে বড়ো ধরনের সম্মানের বিষয় এবং প্রত্যাশার চেয়েও বেশি। উল্লেখ্য,পাকিস্তানের স্কুলছাত্রী ও নারী শিক্ষার পক্ষে প্রচারণাকারী মালালা ইউসুফজাইয়ের ওপর ২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তানে প্রাথমিক অস্ত্রোপচার শেষে মালালাকে উন্নত চিকিৎসার জন্য বার্মিংহামে নেয়া হয়। সেখানে এক স্কুলে বর্তমানে সে লেখাপড়া করছে।
খবর বিভাগঃ
বিশেষ খবর
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়