Sunday, October 6

খালেদা-হাসিনার দুই উপদেষ্টা বেয়াই হলেন

ঢাকা : আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। সম্প্রতি রিজভীর মেয়ে মায়া বারোলোর সঙ্গে মিন্টুর ছেলে তাফসির আউয়ালের বাগদান সম্পন্ন হয়েছে।

রোববার মিডিয়ার কাছে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল আওয়াল মিন্টু। তবে কবে এ বাগদান সম্পন্ন হয়েছে এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানিয়ে মিন্টু বলেন, কদিন আগে শুভ কাজটি সম্পন্ন হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও কিছুদিনের মধ্যেই পারিবারিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি জানান।
জানা যায়, রিজভীর মেয়ে মায়া বারোলো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কর্মরত।

অন্যদিকে, মিন্টুর ছেলে তাফসির আউয়াল মিন্টু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি লন্ডনের ইউরোপিয়ান স্কুল অব বিজনেস থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়