Friday, October 4

হোয়াইট হাউজের কাছে ১ মহিলা নিহত: ওয়াশিংটনে আতংক

আন্তর্জাতিক ডেস্ক:  হোয়াইট হাউজের কাছে বসানো নিরাপত্তা ব্যারিকেড গাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে  ইউএস ক্যাপিটল হিল নামে পরিচয় কংগ্রেস ভবনের  দিকে যাওয়ার সময় মার্কিন পুলিশ এবং সিক্রেট সার্ভিসের গোয়েন্দা কর্মকর্তাদের গুলিতে এক কৃষ্ণাঙ্গ মহিলা নিহত হয়েছে। 

নিহত মহিলার নাম মিরিয়াম ক্যারি এবং ৩৪ বছর বয়সী এ মহিলা  একজন দন্ত চিকিতসক বলে জানা গেছে। ক্যারি’র গাড়িকে তাড়া করার সময় দুর্ঘটনায়  এক মার্কিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পাশাপাশি একজন গোয়েন্দা কর্মকর্তার আহত হওয়ার খবর এলেও তিনি কিভাবে আহত হয়েছেন তা জানানো হয়নি।  তবে তাদের আঘাত খুবই সামান্য বলে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যারিকে লক্ষ্য করে  অন্তত ১৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। কৃষ্ণাঙ্গ ক্যারি মার্কিন সুপ্রিম কোর্টের ঠিক পেছনেই নিহত হন এবং সেখান থেকে ক্যাপিটল হিলটি পরিষ্কার দেখা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও গোয়েন্দারা পুরো এলাকা ঘিরে ফেলে।

ক্যারির বিলাসবহুল গাড়ির পেছনের আসনে ২ বছর বয়সী একটি শিশু ছিল এবং তার কোনো ক্ষতি হয়নি বলে মার্কিন নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে দাবি করা হয়েছে। শিশুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রচণ্ড আতংক ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনের পুলিশ প্রধান কিম ডাইন একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।  বাজেট শূন্যতার মুখে আমেরিকার সেবা খাত বন্ধ করে দিতে সরকার বাধ্য হওয়ার তৃতীয় দিনে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত নেভি ইয়ার্ডের ভেতর নেভাল সি সিস্টেমস কমান্ডের সদর দফতরে  সাবেক এক কৃষ্ণাঙ্গ সেনার গুলিতে ১২ জন নিহত হওয়ার দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের রাজধানীতে নতুন করে এ ঘটনা ঘটল।

ওয়াশিংটন ডিসি'র নিরাপত্তা রক্ষায় ১,৮০০ পুলিশ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। বাজেট শূন্যতার কারণে তারা গত মঙ্গলবার থেকে বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। অত্যাবশ্যকীয় কর্মী হিসেবে গণ্য হওয়ায় তাদেরকে কর্মস্থলে নিয়মিত হাজিরা দিতে হলেও বাজেট নিয়ে বিরাজমান অচলাবস্থা দূর না হওয়া পর্যন্ত তারা কোনো বেতন পাবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়