ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পাঠিছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের ভিত্তিতে সংলাপের উদ্যোগ নেন বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লেখা চিঠিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পৌঁছে দেন বিএনপির যুগ্ন মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও ছাত্র বিয়য়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী।
চিঠি হাতে পাওয়ার পর সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন। এ সময় মির্জা ফখরুল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন। টেলিফোনে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, "আমরা এগিয়ে এসেছি, আশা করি আপনারাও সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন।"---ডিনিউজ
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়