মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার চৌধুরী বাজার থেকে প্রাইভেটকারসহ পাঁচ গরু চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চৌধুরী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। আটক কৃতরা হলেন, ইসলাম মিয়া(৩৫), হুসেন মিয়া(৪০), মোঃ আবুল হোসেন(৩২), আলমগীর হোসেন(৩৮) ও জনি মিয়া (৩৬)।
স্থানীয় সৃত্রে জানা যায়, শ্রীমঙ্গল বিটিআরআই এলাকা থেকে মাঝারি ধরনের গরুটি চুরি করে পায়ে বেধে প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ১১-৩৫২৩)এর মধ্যে গাদাগাদি করে ঢুকাইয়া বিক্রির উদ্দেশ্যে রাজনগরের চৌধুরী বাজার নিয়ে যাচ্ছিল।
স্থানীয়দের সন্দেহ হলে কারটি আটক করে পুলিশকে খবর দেয়। প্রাইভেটকার এর ভেতরে গরু অবিশ্বাস হলে ঘটনাটি সত্য।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ তাদেরকে থানায় নিয়ে আসে। রাজনগর থানর উপপরিদর্শক(এসআই) রতন দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়