Friday, October 4

কাশ্মির সীমান্তে কারগিলের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি : ভারতীয় সেনাপ্রধান

ঢাকা : ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং বলেছেন,  ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের কেরান সেক্টরে কারগিলের মতো কোনো পরিস্থিতি দেখা দেয়নি। জম্মু ও কাশ্মিরে সন্দেহভাজন পাকিস্তানি গেরিলারা ঢুকেছে বলে ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি।

জেনারেল সিং আরো বলেন, গেরিলারা ওই এলাকায় কোনো গ্রাম দখল করতে পারেনি এবং তাদেরকে ওই এলাকা থেকে শিগগিরই হটিয়ে দেয়া হবে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র বলে দাবি করেন তিনি।

এদিকে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারি অস্ত্রে সজ্জিত গেরিলাদের সঙ্গে ভারতীয় বাহিনীর ১০ দিনের মতো গুলি বিনিময় হয়েছে। ভারত গেরিলাদেরকে পাকিস্তানের কমান্ডোদের সমর্থনপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী হিসেবে দাবি করছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে এ গুলি বিনিময় শুরু হয় এবং এতে এ পর্যন্ত ৫ ভারতীয় সেনা এবং ১০ থেকে ১২ জন গেরিলা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে বোঝা যাচ্ছে, গেরিলারা ওই এলাকায় ভারতীয় সেনাদের পরিত্যক্ত ব্যাংকারে অবস্থান নিয়েছে এবং ভারতীয় সেনাদের সর্বাত্মক হামলার মুখেও গত কয়েক দিন ধরে নিজ অবস্থান বজায় রাখতে পারছে। অবশ্য, স্বতন্ত্র কোনো সূত্র থেকে কাশ্মিরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়